ফোনে জরুরি অ্যাপ লক করবেন যেভাবে

2 weeks ago 13

স্মার্টফোন এখন সব কাজেই ব্যবহার করা যায়। সারাক্ষণের সঙ্গী স্মার্টফোনে শুধু দূর দুরান্তে যোগাযোগ করাই নয়, পানির বিল থেকে শুরু করে নাটক সিনেমা দেখা সবই হচ্ছে। তবে অনেক সময় নিজেদের ফোন সন্তানের হাতে দেন। এতে তারা না বুঝেই আপনার জরুরি মেসেজিং অ্যাপ বা সোশ্যাল মিডিয়ায় ঢুকে পড়তে পারে।

সন্তানদের সোশ্যাল মিডিয়ায় অবাধ বিচরণ ঠেকাতে আপনি অ্যাপ লক করে রাখতে পারবেন। জেনে নিন উপায়-

>> শাওমি, রেডমি, পোকো যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে একটু বেশি পরিশ্রম করতে হতে পারে। প্রথমে সেটিংস অপশনে গিয়ে সেখান থেকে অ্যাপস অপশনে যান। এরপর সেখান থেকে অ্যাপ লক অপশনে ক্লিক করুন। সেখানেই হিডেন অ্যাপ নামে একটি ট্যাব দেখতে পাবেন। ওই অপশনে ক্লিক করে নিজের প্রয়োজনীয় অ্যাপগুলো হাইড করে রাখতে পারেন।

>> ওয়ানপ্লাস ফোনের ক্ষেত্রে প্রথমেই আপনার হোম স্ক্রিনে দুটি আঙুল দিয়ে স্ট্রেচ করুন। সঙ্গে সঙ্গে ফোনের হিডেন স্পেস খুলে যাবে। সেখানে একটি প্লাস (+) সাইন দেখা যাবে। সেখানে ক্লিক করলেই ফোনে থাকা যাবতীয় অ্যাপ খুলে যাবে। এরপর যে অ্যাপগুলো হাইড করতে চাইছেন সেগুলোর উপর ক্লিক করুন। একইভাবে প্রয়োজনীয় অ্যাপ আনহাইডও করতে পারবেন।

>> স্যামসাংয়ের ক্ষেত্রে ব্যবহারকারীকে কোনো স্ট্রেচ করার দরকার নেই। শুধু হোম স্ক্রিনে লং প্রেস করতে হবে। এরপর হোম স্ক্রিন সেটিংস অপশনে ক্লিক করতে হবে। সেখান থেকে হাইড অ্যাপ অপশনে ক্লিক করুন।

>> যারা রিয়েলমি ব্যবহার করছেন তারা প্রথমে সেটিংসে যান। সেখানে থাকা সিকিওরিটি অপশন ক্লিক করুন। এরপর অ্যাপ এনক্রিপশন নামে একটি অপশন বাটনে ক্লিক করতে হবে। এরপর প্রাইভেসি পাসকোড সেট করার দরকার পড়বে। পাসকোড সেট করে যে অ্যাপগুলো হাইড করতে চান সেগুলো সিলেক্ট করলেই হয়ে যাবে।

>> আইফোনে সরাসরি অ্যাপ লক করার জন্য বিল্ট-ইন ফিচার না থাকলেও, স্ক্রিন টাইম ব্যবহার করে অ্যাপ লক করা সম্ভব। প্রথমে সেটিংস > স্ক্রিন টাইমে যান। সেখান থেকে ইউজ স্ক্রিন টাইম পাসকোড নির্বাচন করে একটি পাসকোড সেট করুন। এরপর অ্যাপ লিমিটসে যান। নির্দিষ্ট অ্যাপ বা অ্যাপ ক্যাটাগরি সিলেক্ট করে টাইম লিমিট (যেমন ১ মিনিট) সেট করুন। টাইম শেষ হওয়ার পর অ্যাপ লক হয়ে যাবে এবং পাসকোড ছাড়া চালানো যাবে না।

কেএসকে/জেআইএম

Read Entire Article