ফোর্বস তালিকায় রোনালদোর হ্যাটট্রিক

3 months ago 73
বয়স ৪০ হওয়ায় ফুটবলীয় ক্ষমতা কিছুটা কমেছে বটে, ক্রিশ্চিয়ানো রোনালদো কিন্তু নিজের জায়গায় এখনো অনন্য—টানা তৃতীয়বারের মতো বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন পর্তুগিজ তারকা। ফোর্বস ম্যাগাজিন বিশ্বের সবচেয়ে ধনী ক্রীড়াবিদদের আয়ের ওপর বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। সে প্রতিবেদনের পরিসংখ্যান অনুযায়ী টানা তৃতীয়বারের মতো রোনালদো এ তালিকার শীর্ষে রয়েছেন। পর্তুগালের ফুটবলার বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরের হয়ে খেলছেন। তিনি গত ১২ মাসে প্রায় ২৭৫ মিলিয়ন ডলার আয় করেছেন। এ আয়ের মাধ্যমে রোনালদো গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সের স্টেফ কারি (১৫৬ মিলিয়ন ডলার) এবং হেভিওয়েট বক্সার টাইসন ফিউরিকে (১৪৬ মিলিয়ন ডলার) ছাড়িয়ে গেছেন। আর্জেন্টিনা ও ইন্টার মিয়ামির তারকা লিওনেল মেসি ১৩৫ মিলিয়ন ডলার আয় নিয়ে তালিকার পঞ্চম স্থানে আছেন। আর্জেন্টাইন তারকার আগের অবস্থানে আছেন ডলাস কাউবয়সের কোয়ার্টারব্যাক ড্যাক প্রেসকট। সৌদি প্রো লিগে যোগদান রোনালদোকে বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী ক্রীড়াবিদের স্থান ধরে রাখতে মুখ্য ভূমিকা রেখেছে। অভিজ্ঞ ফরোয়ার্ড এখন নতুন রেকর্ড গড়ার কাছাকাছি আছেন। ফোর্বসের মতে, মাঠের পারফরম্যান্স থেকে ২২৫ মিলিয়ন ডলার এবং বাণিজ্যিক কার্যক্রম থেকে আরও ৫০ মিলিয়ন ডলার আয় করেছেন রোনালদো। বক্সার ফ্লয়েড মেওয়েদার ২০১৫ সালে ৩০০ মিলিয়ন ডলার এবং ২০১৮ সালে ২৮৫ মিলিয়ন আয় করেছিলেন।
Read Entire Article