ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে এক হওয়ার আহ্বান জামায়াত আমিরের

5 months ago 80

ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে অভিমান ভুলে আবারও এক হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

জামায়াত আমির লিখেছেন, ‘ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে মান, অভিমান ও ক্ষোভ একদিকে রেখে, জাতীয় স্বার্থে দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাই।’

তিনি বলেন, ‘যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করি।’

দোয়া চেয়ে জামায়াত আমির বলেন, ‘আল্লাহ তা’য়ালা এই জাতিকে সাহায্য করুন এবং সব ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করুন। আমিন।’

এএএম/ইএ/এমএফএ

Read Entire Article