ফ্যাসিবাদীরা একবার পালিয়ে গেলে আর ফিরে আসে না : ডা. তাহের

1 month ago 20

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, ইতিহাস বলে, ফ্যাসিবাদীরা একবার পালিয়ে গেলে আর ফিরে আসে না। তাই শেখ হাসিনাও আর কোনো দিন এ বাংলার মাটিতে ফিরে আসবে না।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের এইচজে পাইলট হাইস্কুল মাঠে উপজেলা জামায়াত কর্তৃক আয়োজিত যুব সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে দেখতে চায়। আমরা ক্ষমতায় এলে কারও ওপরে জুলুম করব না। থাকবে না কোনো অন্যায়-অত্যাচার। এ দেশের সব ধর্মের মানুষ নিয়ে মিলেমিশে থাকব।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ সালের মধ্যেই হতে হবে। এরই মধ্যে শেষ করতে হবে সব সংস্কার। আশা করি প্রধান উপদেষ্টা সংস্কার শেষ করেই ২০২৫ সালের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করবেন।

নারীর ক্ষমতায়ন সম্পর্কে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির বলেন, জামায়াতের বিরুদ্ধে প্রোপাগান্ডা আছে যে, আমরা ক্ষমতায় এলে নারীদের অবমূল্যায়ন হবে। আমার স্ত্রী একজন চাকরিজীবী। আমার তিন মেয়ে চাকরি করে। আমরা ক্ষমতায় এলে এ দেশের নারীরা চাকরি করতে পারবে। তাদের কোনো সমস্যা হবে না।

যুবসমাজের উদ্দেশ্যে ডা. তাহের বলেন, যুবকরা বেকার থাকতে পারবে না। তোমরা বিভিন্ন চাকরি অথবা উদ্যোক্তা হও। আমি তোমাদের পাশে এসে সব ধরনের সহযোগিতা করব। এই দেশে মাদক যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমি প্রশাসনের উদ্দেশ্যে বলব, মাদকের সঙ্গে যারাই জড়িত তাদের বিরুদ্ধে যেন প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করে।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রফিকুল ইসলাম খান বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ট্রাইব্যুনাল বসিয়ে অবৈধভাবে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়েছেন। যে সব বিচারপতি অবৈধ রায় দিয়ে শীর্ষ নেতাদের ফাঁসি দিয়েছে আজ তাদের করুণ পরিণতি হচ্ছে। ফ্যাসিবাদীরা পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। পালিয়ে যাওয়া নেত্রী আর কোনো দিন এ দেশে ফিরে আসবে না।

উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসানাত মু. আব্দুল হালিম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুহাম্মদ জাহিদুল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুর রহমান, কুমিল্লা জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহাজাহান।

Read Entire Article