ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মো. আলী রাজ বলেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী সরকারের জন্য প্রত্যক্ষভাবে জনগণের পাশে থেকে সেবামূলক কাজ করতে পারিনি। যতটুকু করতে পেরেছি সেটা আড়ালে থেকে করতে হয়েছে।’
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের শোলধন মাদ্রাসা মাঠে হতদরিদ্র শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মো. আলী রাজ আরও বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের শাসনামলে ঠিকমতো ঘরে থাকতে পারিনি। হামলা-মামলা দিয়ে ঘর ছাড়া করেছিল আমাদের। আজ সেই স্বৈরাশাসক ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানে নিজেই দেশ ত্যাগ করতে হয়েছে। এটাই নিয়তির খেলা।’
কম্বল বিতরণে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ লেভিন, মো. জাফর সরদার, মোহাম্মদপুর থানা আওতাধীন ২৯ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হাসান সহ আরও অনেকে।