ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৮

জামালপুরের সরিষাবাড়ীতে মোবাইলে জনপ্রিয় ফ্রি ফায়ার গেম খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার আওনা ইউনিয়নের নাথেরপাড়া জালালের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় এবং ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, নাথেরপাড়া গ্রামের কান্টু মিয়ার ছেলে অন্তর এবং একই গ্রামের ময়নাল মিয়ার ছেলে নাঞ্জু মিয়ার মধ্যে প্রথমে মোবাইলে গেম খেলা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এই বিবাদ দ্রুত উভয় পরিবারের সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের মোট ৮ জন আহত হন। আহতরা হলেন কান্টু মিয়ার পক্ষের কান্টু মিয়া, তার ছেলে অন্তর, মেয়ে কনিকা, ছোট ভাই ঠান্ডা মিয়া ও ভাতিজা নিরব। আর ময়নাল মিয়ার পক্ষের ময়নাল মিয়া, তার ছেলে নাঞ্জু মিয়া এবং ছোট ভাই জয়নাল। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে, নিরব, জয়নাল ও নাঞ্জু মিয়া প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। আহত কান্টু মিয়া নিজেকে সালিমা তালুক

ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৮

জামালপুরের সরিষাবাড়ীতে মোবাইলে জনপ্রিয় ফ্রি ফায়ার গেম খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার আওনা ইউনিয়নের নাথেরপাড়া জালালের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় এবং ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, নাথেরপাড়া গ্রামের কান্টু মিয়ার ছেলে অন্তর এবং একই গ্রামের ময়নাল মিয়ার ছেলে নাঞ্জু মিয়ার মধ্যে প্রথমে মোবাইলে গেম খেলা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এই বিবাদ দ্রুত উভয় পরিবারের সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে উভয় পক্ষের মোট ৮ জন আহত হন। আহতরা হলেন কান্টু মিয়ার পক্ষের কান্টু মিয়া, তার ছেলে অন্তর, মেয়ে কনিকা, ছোট ভাই ঠান্ডা মিয়া ও ভাতিজা নিরব। আর ময়নাল মিয়ার পক্ষের ময়নাল মিয়া, তার ছেলে নাঞ্জু মিয়া এবং ছোট ভাই জয়নাল।

আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে, নিরব, জয়নাল ও নাঞ্জু মিয়া প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

আহত কান্টু মিয়া নিজেকে সালিমা তালুকদার আরুনীর সমর্থক এবং প্রতিপক্ষ ময়নাল মিয়াকে ফরিদুল কবীর তালুকদার শামীমের সমর্থক হিসেবে দাবি করে একে অপরের বিরুদ্ধে দোষারোপ করেন।

উল্লেখ্য, সংঘর্ষে জড়ানো উভয় পক্ষই নাথেরপাড়া গ্রামের বাসিন্দা এবং একই বংশভুক্ত। তুচ্ছ গেম খেলা নিয়ে এ সংঘর্ষের ঘটনায় বর্তমানে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এমন কিছু পেলে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow