বিজিবির অভিযানে সাড়ে ৮৭ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ

রাঙামাটির কাপ্তাইয়ে অভিযান চালিয়ে ৮৭ লাখ ৫২ হাজার ৯০০ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের অবৈধ ভারতীয় সিগারেট আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ঘাগড়া-বড়ইছড়ি সড়কের বটতলীপাড়া এলাকায় এ অভিযান চালায় কাপ্তাই ব্যাটালিয়নের ৪১ বিজিবি দল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী এ অভিযানের নেতৃত্ব দেন। বিজিবি জানায়, জব্দ করা এসব সিগারেটের মধ্যে ৩ হাজার ৫০০ প্যাকেট ওরিস, ১৫ হাজার ২৩০ প্যাকেট ইজি লাইট এবং ১৭ হাজার ৫০০ প্যাকেট প্যাট্রনসহ সর্বমোট ৩৬ হাজার ২৩০ প্যাকেট সিগারেট আটক করতে সক্ষম হয়। যেগুলোর বাজারমূল্য ৮৭ লাখ ৫২ হাজার ৯০০ টাকা। সেগুলো কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। কাপ্তাই-চট্টগ্রাম সড়ক ও ঘাগড়া-বড়ইছড়ি এই দুটি সড়ক অবৈধ সিগারেট পাচারের নিরাপদ রুট হিসেবে দীর্ঘদিন থেকে ব্যবহার করা হচ্ছে। গত ২২ সেপ্টেম্বর কাপ্তাই ৪১ বিজিবির অভিযানে ওয়াগ্গা চেকপোস্ট থেকে ৪ হাজার ৪৯০ প্যাকেট অবৈধ ভারতীয় পেট্রোন সিগারেটসহ ১ ব্যক্তিকে গাড়িসহ আটক করা হয়। এ ঘটনায় কাপ্তাই থানায়

বিজিবির অভিযানে সাড়ে ৮৭ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ
রাঙামাটির কাপ্তাইয়ে অভিযান চালিয়ে ৮৭ লাখ ৫২ হাজার ৯০০ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের অবৈধ ভারতীয় সিগারেট আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ঘাগড়া-বড়ইছড়ি সড়কের বটতলীপাড়া এলাকায় এ অভিযান চালায় কাপ্তাই ব্যাটালিয়নের ৪১ বিজিবি দল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী এ অভিযানের নেতৃত্ব দেন। বিজিবি জানায়, জব্দ করা এসব সিগারেটের মধ্যে ৩ হাজার ৫০০ প্যাকেট ওরিস, ১৫ হাজার ২৩০ প্যাকেট ইজি লাইট এবং ১৭ হাজার ৫০০ প্যাকেট প্যাট্রনসহ সর্বমোট ৩৬ হাজার ২৩০ প্যাকেট সিগারেট আটক করতে সক্ষম হয়। যেগুলোর বাজারমূল্য ৮৭ লাখ ৫২ হাজার ৯০০ টাকা। সেগুলো কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। কাপ্তাই-চট্টগ্রাম সড়ক ও ঘাগড়া-বড়ইছড়ি এই দুটি সড়ক অবৈধ সিগারেট পাচারের নিরাপদ রুট হিসেবে দীর্ঘদিন থেকে ব্যবহার করা হচ্ছে। গত ২২ সেপ্টেম্বর কাপ্তাই ৪১ বিজিবির অভিযানে ওয়াগ্গা চেকপোস্ট থেকে ৪ হাজার ৪৯০ প্যাকেট অবৈধ ভারতীয় পেট্রোন সিগারেটসহ ১ ব্যক্তিকে গাড়িসহ আটক করা হয়। এ ঘটনায় কাপ্তাই থানায় মামলা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow