ফ্রিজও হোক ঘরের সৌন্দর্যের অংশ

3 days ago 11
আমরা অনেকেই এখন ঘরের সাজসজ্জা নিয়ে ভাবি। কিন্তু ফ্রিজ? সেটার দিকেও নজর দেওয়ার সময় এসেছে। শুধু খাবার রাখার জায়গা হিসেবে নয়, ফ্রিজটাও হতে পারে ঘরের সাজের একটা অংশ—সঠিকভাবে রাখলে আর একটু যত্ন নিলেই সেটা সম্ভব। ফ্রিজ কোথায় রাখবেন? ফ্রিজ বসানোর জায়গা ঠিক করাও একটা চিন্তার বিষয়। খাবার ঘরের কোন পাশে রাখলে জায়গাটা দেখতে ভালো লাগবে, সেটাও খেয়াল করতে হয়। অনেকেই এখন ফ্রিজ রাখার জন্য আলাদা ক্যাবিনেট বানিয়ে নিচ্ছেন, যাতে জায়গাটা ঝামেলামুক্ত ও গোছানো দেখায়। আরও পড়ুন : সারাক্ষণ ফোন চার্জে রেখে ভুল করছেন না তো? আরও পড়ুন : ইউটিউব চ্যানেল দ্রুত জনপ্রিয় করতে মানুন এই ৮ টিপস যাদের বাড়িতে ক্যাবিনেট করার সুযোগ নেই, তারাও চিন্তা করবেন না। ফ্রিজকেও আলাদা করে সাজানো যায় খুব সহজ কিছু উপায়ে। ফ্রিজ সাজানোর সহজ কিছু উপায় ওয়ালপেপার বা স্টিকার: পুরোনো ফ্রিজ হলেও সমস্যা নেই। চাইলে ওয়ালপেপার বা স্টিকার দিয়ে নতুন রূপ দিতে পারেন। তবে রঙ বাছার সময় ঘরের দেয়ালের রঙের সঙ্গে মিলিয়ে নিন। সমানভাবে লাগাবেন যেন ফ্রিজ দেখতে পরিপাটি লাগে। ফ্রিজ কভার: অনেকেই এখন ফ্রিজের ওপর সুন্দর কভার ব্যবহার করেন। কভারের পাশে পকেট থাকে, যেখানে কিছু দরকারি জিনিস রাখা যায়। ওপরের দিকে রাখা যায় বেতের ঝুড়ি, যা দেখতে দারুণ লাগে। পেইন্ট: চাইলে ডোকো পেইন্ট দিয়ে পুরোনো ফ্রিজটিকে একেবারে নতুন করে তুলতে পারেন। যদিও এই রং বেশি দিন থাকে না, তবে উৎসব বা বিশেষ কোনো সময়ের জন্য এটি দারুণ একটা আইডিয়া। ফ্রিজের ভেতরটাও রাখুন গোছানো শুধু বাইরের নয়, ফ্রিজের ভেতরের দিকেও খেয়াল রাখতে হবে। এখন বাজারে পাওয়া যায় নানা রকম ফ্রিজ অর্গানাইজার—যেমন ছোট বাক্স, জিপার ব্যাগ, ডিম রাখার স্পেশাল ট্রে ইত্যাদি। এগুলোর সাহায্যে সবজিসহ অন্য জিনিসগুলো পরিষ্কারভাবে সাজিয়ে রাখা যায়। আরও পড়ুন : ফেসবুকে নতুন চমক, আসছে ইনস্টাগ্রামের মতো ফিচার আরও পড়ুন : নিরাপদ থাকতে হালনাগাদ রাখুন তথ্য ফ্রিজের আকার অনুযায়ী এসব জিনিস কিনে নিলে খুব সহজেই ফ্রিজ থাকবে পরিপাটি, আর আপনিও পাবেন শান্তি। সাজানো ফ্রিজ শুধু দেখতে সুন্দরই নয়, খাবারও থাকে ভালোভাবে। একটু যত্ন নিলে আপনার ফ্রিজও হয়ে উঠবে ঘরের স্টাইলিশ একটা অংশ।  সূত্র : ব্রাইট সাইড
Read Entire Article