‘ফ্রেন্ডস’ তারকা পেরির মৃত্যুতে দায় স্বীকার করবেন চিকিৎসক

2 months ago 6

হলিউডের ‘ফ্রেন্ডস’ তারকা খ্যাত ম্যাথিউ পেরির ২০২৩ সালে রহস্যজনক মৃত্যু হয়। মৃত্যুর আগে তাকে কেটামিন সরবরাহের অভিযোগে অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার চিকিৎসক সালভাদোর প্লাসেন্সিয়া দোষ স্বীকারে রাজি হয়েছেন। যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রসিকিউটররা এমনটাই জানিয়েছেন।

সোমবার (১৬ জুন) দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, প্লাসেন্সিয়া কেটামিন সরবরাহের চারটি অভিযোগে দোষ স্বীকার করবেন। এসব অভিযোগের সর্বোচ্চ শাস্তি ৪০ বছর পর্যন্ত কারাদণ্ড। তিনি কয়েক সপ্তাহের মধ্যেই আদালতে আনুষ্ঠানিকভাবে দোষ স্বীকার করবেন বলে জানা গেছে।

৫৪ বছর বয়সী এ অভিনেতার মরদেহ ২০২৩ সালের অক্টোবরে লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়ির সুইমিংপুলে পাওয়া গিয়েছিল। ময়নাতদন্তে পেরির মৃত্যুর কারণ হিসেবে পাওয়া যায় ‘কেটামিনের তীব্র প্রভাব’। এটি একটি নিয়ন্ত্রিত ওষুধ, যা চিকিৎসকের পরামর্শ ছাড়া কেনা যায় না। অনেকেই এই ওষুধ দিয়ে নেশা করেন।

কিন্তু ম্যাথিউ পেরি কেটামিন কেন গ্রহণ করতেন, তা সেই সময়ে ধারণা করা যায়নি। চরম হতাশা ও আসক্তির সঙ্গে তার দীর্ঘ লড়াইয়ের কথা জানা গেলেও হঠাৎ তার মৃত্যু বিশ্বজুড়ে তার অনুরাগীদের শোক সাগরে ভাসায়।

মামলায় আগেই দোষ স্বীকার করা চিকিৎসক মার্ক শ্যাভেজের মোবাইল থেকে উদ্ধার করা বার্তায় দেখা যায়, প্লাসেন্সিয়া পেরিকে ‘বোকা’ বলেছেন। পরে মার্ক লেখেন, ‘এ বোকাটা কত অর্থ দেবে ভাবছি।’ আদালতে দাখিল করা নথি থেকে জানা গেছে, প্লাসেন্সিয়া শুধু পেরির বাড়িতেই নয়, লং বিচ অ্যাকুয়ারিয়ামের পার্কিং লটেও তাকে কেটামিন ইনজেকশন দিতেন। এমনকি পেরির ব্যক্তিগত সহকারীকে কীভাবে ইনজেকশন দিতে হয়, তা শেখানোও হয়েছিল যাতে বাড়িতে রাখা বাড়তি ওষুধ প্রয়োগ করা যায়।

‘গোপন নেটওয়ার্কে’ ৫ জন অভিযুক্ত মোট ৫ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এদের মধ্যে চিকিৎসক ও মাদক সরবরাহকারী রয়েছেন। তারা সম্মিলিতভাবে গড়ে তুলেছিলেন একধরনের ‘গোপন নেটওয়ার্ক’।

ম্যাথিউ পেরি মূলত মনোরোগ চিকিৎসার অংশ হিসেবে কেটামিন সেবন করতেন। যা নিয়ন্ত্রিতভাবে চিকিৎসকের পরামর্শে দেওয়া হয়। তবে তিনি তার নির্ধারিত মাত্রার চেয়ে বেশি নিতে চাইতেন। আর সেই সুযোগেই অবৈধ সরবরাহের এ চক্র গড়ে উঠেছিল।

আদালতে দাখিলকরা স্বীকারোক্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবরের মধ্যে প্লাসেন্সিয়া পেরি ও তার সহকারীর কাছে ৫ মিলিলিটারের ২০টি কেটামিন ভায়াল, কিছু কেটামিন লজেন্স ও সিরিঞ্জ বিক্রি করেন। কিন্তু এ বিষয়ে প্লাসেন্সিয়ার আইনজীবীদের পক্ষ থেকে কোনো ধরনের মন্তব্য মেলেনি।

ম্যাথিউ পেরি ১৯৬৯ সালের ১৯ অগস্ট ম্যাসাচুসেটে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন পূরণ করতে লস অ্যাঞ্জেলেসে আসেন এ অভিনেতা। তিনি ১৯৮৭ সালে ‘বয়েজ উইল বি বয়েজ’ সিনেমায় প্রথম অভিনয়ের সুযোগ পান। ক্যারিয়ারের সব কিছু ছাপিয়ে পেরির জীবনের মাইলফলক ছিল ‘ফ্রেন্ডস’ সিরিজটি।

এমএমএফ/জেআইএম

Read Entire Article