রাজধানীর বংশাল থানার নিমতলি এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (৭০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।
বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দুলাল হক জানান, আমরা খবর পেয়ে নবাব কাটারা গরুরফার্ম এলাকার সামনে ফুটপাতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, স্থানীয় লোকদের মুখে জানতে পারি নিহত ওই বৃদ্ধ ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
কাজী আল-আমিন/এমএইচআর/জিকেএস