‘ছড়িয়ে দিতে বই, পথের মানুষ হই’-স্লোগানে নভেম্বর মাসকে ৪র্থ বই উপহার মাস ঘোষণা করে চর্যাপদ সাহিত্য একাডেমি। ঘোষণার পর থেকে মাসজুড়ে চলে বই উপহার কর্মসূচি। পথে-ঘাটে, অফিস-আদালতে, স্কুল-কলেজে, এমনকি যানবাহনেও উপহার দেওয়া হয় বই। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের হাতে বই তুলে দেওয়া হয়। এ মাসে বিনা মূল্যে ১ হাজার বই পাঠকের হাতে তুলে দিতে মাঠে নামে প্রতিষ্ঠানটি। মাদক ও বাল্যবিবাহ রুখতে এমন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয় বলে জানান একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি।
বাছাই কমিটির প্রধান দিলীপ ঘোষ জানান, কর্মসূচিতে চর্যাপদ একাডেমির সদস্যরা সক্রিয়ভাবে অংশ নিয়ে নিদের্শনা অনুযায়ী দেশের নানা প্রান্তে ছুটে গিয়ে বই উপহার দেন। এর মধ্যে সামাজিক যোগযোগমাধ্যমে কর্মসূচির প্রচার-প্রচারণা, অধিক দিবস কর্মসূচি পালন ও সর্বোচ্চ সংখ্যক বই উপহার দিয়ে ‘বই মাসের শ্রেষ্ঠ সারথি-২০২৪’ মর্যাদায় অভিষিক্ত হয়েছেন ৩ জন।
সার্বিকভাবে শ্রেষ্ঠ হয়েছেন একাডেমির সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক এবং কর্মসূচির প্রচার-প্রচারণা ও বহুসংখ্যক বই উপহার দেওয়ার ক্ষেত্রে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা এবং প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম। পয়েন্ট সমান পর্যায়ে থাকায় দুজনকেই শ্রেষ্ঠ সারথি হিসেবে ঘোষণা করা হয়। তবে টানা ৩য় বারের মতো শ্রেষ্ঠ সারথির মর্যাদা লাভ করেছেন জয়ন্তী ভৌমিক।
- আরও পড়ুন
- ৩ কবির কবিতাসন্ধ্যা ও গল্পগ্রন্থের মোড়ক উন্মোচন
- পলাশের ‘অতিপ্রাকৃত ও ভৌতিক গল্পসমগ্র’র মোড়ক উন্মোচন
বই উপহার মাসের আহ্বায়ক রফিকুজ্জামান রণি বলেন, ‘পুরো নভেম্বর মাস চলবে বই উপহার কর্মসূচি। প্রতিদিন বিভিন্ন পাঠকের হাতে বিনা মূল্যে তুলে দেওয়া হয় বই। এতে অনেক বেগ পেতে হচ্ছে। এত বড় চ্যালেঞ্জিং কর্মসূচিতে যেসব সদস্য বেশি পরিশ্রম করেছেন এবং যাদের অবদান তুলনামূলকভাবে একটু বেশি। তাদের জন্য ‘বই মাসের শ্রেষ্ঠ সারথি’ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সমাপনী দিনে তাদের প্রতি আমরা সম্মান জানাবো।’
চর্যাপদ একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপা বলেন, ‘শ্রেষ্ঠ সারথি সংবর্ধনা যারা পাচ্ছেন; তারা সীমাহীন পরিশ্রম করেছেন। দূর-দূরান্তে গিয়ে মানুষের হাতে বই তুলে দিয়েছেন। তাদের কর্মদক্ষতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বছরও আমরা ‘বই মাসের শ্রেষ্ঠ সারথি-২০২৪’ দেওয়ার উদ্যোগ নিয়েছি।’
২০১৯ সাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক বই উপহার কর্মসূচি পালন করে আসছে চর্যাপদ সাহিত্য একাডেমি। ২০২১ সাল থেকে টানা ৪র্থ বারের মতো বই উপহার মাস পালন করছে। এর মধ্যে একটি ‘বই উপহার মেলা’ও করেছে এ প্রতিষ্ঠান। এ পর্যন্ত ১২ হাজারের বেশি বই উপহার দিয়েছে চর্যাপদ একাডেমি।
এসইউ/জিকেএস