বইমেলায় জবির স্টলে শিক্ষার্থীদের বই প্রদর্শনের সুযোগ

1 day ago 6
এবারের অমর একুশে বইমেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টলে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের প্রকাশিত বই প্রদর্শনের সুযোগ দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. আনোয়ারুস সালাম কর্তৃক পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অমর একুশে বইমেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রকাশিত বই প্রদর্শনের সুযোগ রয়েছে। তবে, প্রদর্শিত বইয়ে জুলাই-২৪ স্পিরিট-পরিপন্থি কোনো কনটেন্ট থাকা যাবে না। আগ্রহীদের বইয়ের কপি জনসংযোগ অফিসে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। এদিকে এবারের বইমেলায় নতুন চারটি বইয়ের মোড়ক উন্মোচন করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্টল উদ্বোধন ও বইয়ের মোড়ক উন্মোচন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। বাংলা একাডেমি প্রাঙ্গণে অবস্থিত জবির স্টল নম্বর ৯৯২।
Read Entire Article