ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সার বিক্রিতে অনিয়ম করার অভিযোগে সার ডিলার আওয়ামী লীগ নেতা দুলাল রব্বানীকে ৫০ হাজার অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও পলাশ কুমার দেবনাথ এ অর্থদণ্ড প্রদান করেন।
আওয়ামী লীগ নেতা দুলাল রব্বানী বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। লাহিড়ি বাজারের মেসার্স রওশন আরা মাল্টিট্রেড সেন্টারের স্বত্বাধিকারী তিনি। অর্থদণ্ড প্রদানের সময় ওই আওয়ামী লীগ নেতা ঘটনাস্থলে ছিলেন না।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও পলাশ কুমার দেবনাথ জানান, কৃষকদের নিকট বিক্রির জন্য পাওয়া বরাদ্দ সার প্রকৃত কৃষকদের নিকট সার বিক্রি না করে ভুয়া নাম ও মোবাইল নম্বর ব্যবহার করে ক্যাশ মেমো/ভাউচার দেখিয়ে সার আত্মসাৎ করার প্রমাণ পাওয়ায় মেসার্স রওশন আরা মাল্টিট্রেড সেন্টারের স্বত্বাধিকারী দুলাল রব্বানীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় ৫০ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এসময় স্বত্বাধিকারী না থাকায় ম্যানেজার সামশুল হক অর্থদণ্ডের টাকা পরিশোধ করেছেন।
বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে জানান, সঠিকভাবে সার বিক্রয় না করায় এবং ক্যাশ মেমোতে কৃষকের ভুল তথ্য ব্যবহার করায় মেসার্স রওশন আরা মাল্টি ট্রেড সেন্টারের প্রোপাইটর দুলাল রব্বানীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়।