কথাসাহিত্যিক নাজনীন তৌহিদের তিনটি বই প্রকাশিত হয়েছে এবারের অমর একুশে বইমেলায়। এর মধ্যে দুটি বই শিশুতোষ ছড়া এবং গল্পের।
শিশুতোষ বই দুটির একটি হলো ৪০টি মিষ্টি ছড়া নিয়ে শিশু-কিশোরদের জন্য বই ‘খোকা খুকুর মিষ্টি ছড়া’। আরেকটি ৭টি ভৌতিক গল্প নিয়ে শিশু-কিশোরদের জন্য বই ‘ভয়ংকর ভুতের তাণ্ডব’।
- আরও পড়ুন
আসছে ধ্রুব হিমালয়ের গল্পগ্রন্থ ‘রূপন্তী’
আসছে শাওন মাহমুদের ‘থার্টি সেকেন্ড কোয়ান্টাম থিওরি’
এ ছাড়া ‘আবৃত্তির কলাকৌশল ও নির্বাচিত কবিতা’ প্রমিত উচ্চারণ, কণ্ঠসাধনা, কণ্ঠের ব্যায়ামসহ নানাবিধ কৌশল ও আবৃত্তি উপযোগী ৪০০ কবিতা নিয়ে ৬০০ পৃষ্ঠার বই।
বইগুলো পাওয়া যাবে যথাক্রমে ভিন্নমাত্রা প্রকাশনীর ৪১২ নম্বর স্টল এবং রাওয়া পাবলিকেশনের ৭৯১-৭৯২ নম্বর স্টলে।
এসইউ/জেআইএম