বকশিবাজার মোড়ে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ

2 months ago 28

রাজধানী শাহবাগের বকশিবাজার মোড় থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৫০ বছর।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল সোয়া তিনটার দিকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক জিয়াউল হক জানান, দুপুরে দিকে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) খবর পেয়ে বকশিবাজার মোড়ে যাই। সেখানে সাদা পাঞ্জাবি পরা অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে আছে। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানা যাবে। মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

কাজী আল-আমিন/এমকেআর/এমএস

Read Entire Article