শুরুটা ফুটবল দিয়ে, স্বপ্ন ছিল জাতীয় দলে খেলার। সেই স্বপ্নে ভর্তি হতে চেয়েছিলেন বিকেএসপিতে, কিন্তু ব্যর্থ হন। ঠিক তখনই ছোট বোন প্রান্তি (আফঈদা খন্দকার) ভর্তি হয় বিকেএসপির ফুটবল বিভাগে। তখন সে পঞ্চম শ্রেণি পড়ে আর একাকিত্বে কাঁদত, বাড়ি ফিরতে চাইত বারবার। বোনের কষ্ট দেখে আফরা সিদ্ধান্ত নেন যেভাবেই হোক একা থাকতে দেবেন না। নিজের ফুটবল স্বপ্ন সরিয়ে রেখে ভর্তি হন বিকেএসপির বক্সিং বিভাগে। সেখান থেকেই... বিস্তারিত