বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির অনুমতি মেলেনি
চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষেও বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেওয়া হয়নি। যদিও একই সময় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) নওগাঁ বিশ্ববিদ্যালয়ের দুটি অনুষদের অধীনে দুটি বিভাগ খুলে শিক্ষার্থী ভর্তির অনুমতি দিয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট অনুবিভাগ থেকে এ অনুমতি দেওয়া হয়। এর আগে ইউজিসি বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছিল পাঁচটি বিভাগের প্রস্তাবনা জমা দিতে। সে অনুযায়ী, উভয় বিশ্ববিদ্যালয় বিভাগ খোলার প্রস্তাব দেয়। ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত বিভাগগুলোর ল্যাবরেটরি, অবকাঠামোসহ অন্যান্য সুবিধা সরেজমিন পরিদর্শনের পরই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হবে। সেই পর্যবেক্ষণের ভিত্তিতে বিভাগ অনুমোদন এবং শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করার অনুমতি দেওয়া হবে বলে জানানো হয়। বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কুদরত ই জাহান
চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষেও বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেওয়া হয়নি। যদিও একই সময় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) নওগাঁ বিশ্ববিদ্যালয়ের দুটি অনুষদের অধীনে দুটি বিভাগ খুলে শিক্ষার্থী ভর্তির অনুমতি দিয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট অনুবিভাগ থেকে এ অনুমতি দেওয়া হয়।
এর আগে ইউজিসি বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছিল পাঁচটি বিভাগের প্রস্তাবনা জমা দিতে। সে অনুযায়ী, উভয় বিশ্ববিদ্যালয় বিভাগ খোলার প্রস্তাব দেয়।
ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত বিভাগগুলোর ল্যাবরেটরি, অবকাঠামোসহ অন্যান্য সুবিধা সরেজমিন পরিদর্শনের পরই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হবে। সেই পর্যবেক্ষণের ভিত্তিতে বিভাগ অনুমোদন এবং শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করার অনুমতি দেওয়া হবে বলে জানানো হয়।
বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কুদরত ই জাহান জানান, এ বিশ্ববিদ্যালয়ে এমন বিষয় পড়ানোর পরিকল্পনা ছিল যেগুলোর চাহিদা রয়েছে এবং যা শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা বাড়াবে। তিনি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো বিষয় চালু করার প্রস্তাব দিয়েছিলেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে উপাচার্য বলেন, ‘এ বছর না হলেও পরের বছর অনুমোদন পাওয়া যাবে।’
What's Your Reaction?