বগুড়ার আলোচিত ২১ মামলার আসামি তুফান সরকারকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) সুমন রঞ্জন সরকার কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (২৪ ডিসেম্বর) রাতে শহরের চকসূত্রাপুর এলাকার তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তুফান সরকার বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার মৃত মজিবর রহমান সরকারের ছেলে। তিনি বগুড়া শহর শ্রমিক লীগের আহ্বায়ক এবং বগুড়ার যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর আবদুল মতিন সরকারের ছোট ভাই।
অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, তুফান সরকারের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, নারী নির্যাতনসহ ২১টি মামলা রয়েছে। ধর্ষণ মামলায় ২০১৭ সালে তাকে গ্রেপ্তার হয়েছিলেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর একাধিক হত্যা মামলা হওয়ায় আত্মগোপনে ছিলেন তিনি। সম্প্রতি দুদকের করা মামলায় তাকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ
তিনি আরও বলেন, তুফান সরকারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।