বগুড়া জেলা আওয়ামী লীগ ও জেলা জাসদের কার্যালয়ে ভাঙচুরের পর আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এছাড়া বগুড়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামফলক ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঘটে এসব ঘটনা।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা মিছিল নিয়ে বগুড়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রবেশ করে। তারা ১২ তলা ভবনের নিচতলায় শেখ হাসিনার নামফলক হাতুড়ি দিয়ে ভেঙে ফেলে।
রাত ৮টার দিকে স্টেশন রোড ও নবাববাড়ি সড়ক দিয়ে দুই শতাধিক ছাত্র-জনতা শহরের সাতমাথাসংলগ্ন টেম্পল রোডে বগুড়া জেলা আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।
এরপর বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগ অফিসসংলগ্ন জেলা জাসদ কার্যালয় ভাঙচুর করে। পরে তারা অফিসের ভেতর থেকে আসবাবপত্র বাইরে বের করে আগুন ধরিয়ে দেয়। রাত ৯টা পর্যন্ত জেলা আওয়ামী লীগ অফিস ও জাসদ অফিসের সামনে বিক্ষুব্ধ ছাত্র-জনতা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এলবি/জেডএইচ/জিকেএস