বগুড়ায় কারা হেফাজতে আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শাহাদাৎ আলম ঝুনুর (৬০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ঢাকায় নিয়ে যাওয়ার সময় শারীরিক অবস্থার অবনতি হলে পথিমধ্যে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝুনু বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ ও কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সদস্য সচিব ছিলেন।
শাহাদত আলম ঝুনু হত্যা মামলায় গ্রেফতার হয়ে বগুড়া কারাগারে ছিলেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় তিনি কারাগারে হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে চিকিৎসকরা আইসিইউ ইউনিটে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ইউনাইটেড হার্ট স্পেশালিস্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়ার সময় শারীরিক অবস্থার অবনতি হলে পথিমধ্যে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ বলেন, ঝুনু গোসল করার সময় বাথরুমের দরজার কাছে অসুস্থ হয়ে পড়ে যান। কারাগারের দায়িত্বে থাকা চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। সন্ধ্যার দিকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এফএ/এমএস