বগুড়ায় চাঁদাবাজির অভিযোগে ভুয়া এসআই আটক

7 hours ago 6

বগুড়ায় পুলিশের পোশাক পরে চাঁদাবাজি করায় জাকারিয়া সরকার নামে এক ভুয়া এসআইকে আটক করা হয়েছে। রোববার (০৯ মার্চ) দুপুরে বগুড়া শহরের নারুলী এলাকা থেকে তাকে আটক করা হয়।

জাকারিয়া সরকার গাইবান্ধার পলাশবাড়ির প্রজাপাড়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। 

পুলিশের এ কর্মকর্তা জানান, জাকারিয়া প্রায় আড়াই বছরের বেশি সময় বগুড়া শহরের নারুলী পশ্চিমপাড়ায় বিভিন্ন বাড়িতে ভাড়া থাকেন। নিজেকে নারুলী পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর পরিচয় দেন। এরপর জাকারিয়া পুলিশের পোশাকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে গিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা উত্তোলন শুরু করেন। আশপাশের দোকানে গিয়ে বাকিতে চাল, ডাল, তেলসহ বিভিন্ন পণ্য নিলেও মূল্য পরিশোধ করেননি। 

দোকানি টাকা চাইলে তিনি বলেন, এখন নারুলী ফাঁড়িতে কাজে আছি পরে পরিশোধ করব। এভাবে বেশ কয়েকটি দোকানে তার ১,৮০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত বাকিতে পণ্য নেওয়া আছে। সম্প্রতি তিনি শহরের সেউজগাড়ি এলাকায় বাসা ভাড়া নেন।

এদিকে ভুক্তভোগীরা বিভিন্ন সময়ে ফাঁড়িতে এসে ‘সাব-ইন্সপেক্টর’ জাকারিয়া সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন। কিন্তু কেউ ফাঁড়িতে কর্মরতদের মধ্যে জাকারিয়াকে শনাক্ত করতে পারেননি।

জাকারিয়া রোববার দুপুর আড়াইটার দিকে সাবেক ভাড়া বাড়ি নারুলী পশ্চিমপাড়ায় মতিয়ার রহমানের বাড়িতে আসেন। এ সময় তার পরনে পুলিশের সাব-ইন্সপেক্টরের শার্ট-প্যান্ট ও ব্যাগে জুতা এবং ক্যাপ ছিল। নারুলী ফাঁড়ির পুলিশ সদস্যরা খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে প্রতারক জাকারিয়া সরকারকে হাতেনাতে আটক করেন। জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কথা স্বীকার করলে তাকে গ্রেপ্তার করে ফাঁড়িতে আনা হয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন আরও জানান,  এ ঘটনায় মামলার দায়েরের প্রক্রিয়া চলছে।

Read Entire Article