বগুড়ায় ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু

2 months ago 8

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন সরকারি আজিজুল হক কলেজের এক শিক্ষার্থী। রোববার (৬ জুলাই) দুপুর ৩টার দিকে কলেজ ক্যাম্পাসের ওয়াবদা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব হোসাইন মোস্তাকিম হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায়।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে কলেজ ক্যাম্পাসে খেলাধুলা শেষে শহরের পুরান বগুড়া এলাকার ছাত্রাবাসে ফিরছিলেন মোস্তাকিম। ওয়াবদা এলাকায় অরক্ষিত একটি রেলগেট পার হওয়ার সময় তার মোটরসাইকেল হঠাৎ আটকে যায়। এটি উদ্ধার করতে গিয়ে সান্তাহার রেলওয়ে জংশন থেকে ছেড়ে আসা বোনারপাড়াগামী কমিউটার ট্রেনের নিচে পড়েন তিনি এবং ঘটনাস্থলেই মারা যান।

সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল আল আমিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্যাম্পাসের পাশ দিয়ে রেলগেট থাকলেও শিক্ষার্থীদের নিরাপত্তায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বারবার দাবি জানানো সত্ত্বেও রেল কর্তৃপক্ষ বা কলেজ প্রশাসন কেউই পদক্ষেপ নেয়নি।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জানান, নিহত শিক্ষার্থীর মরদেহ হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এলবি/জেডএইচ/জিকেএস

Read Entire Article