বগুড়ায় ডিবির ওসিসহ তিন কর্মকর্তা ক্লোজড

6 hours ago 5

বগুড়া জেলা গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জসহ তিন কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।

ক্লোজড হওয়া কর্মকর্তারা হলেন- বগুড়া ডিবির ইনচার্জ ইকবাল বাহার, ডিবির ইন্সপেক্টর রাকিব হোসেন এবং এসআই মোহাম্মদ ফজলুল হক।

অফিস আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে আরআরএফ রাজশাহীতে সংযুক্ত (ক্লোজড) করা হলো। এছাড়াও তাদের মঙ্গলবারই আরআরএফ রাজশাহীতে যোগদানের উদ্দেশ্যে ছাড়পত্র প্রদান করার জন্য বলা হলো বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান বলেন, তিন কর্মকর্তার রাজশাহী রেঞ্জে সংযুক্ত হওয়ার আদেশের কপি আমরা হাতে পেয়েছি। আদেশ অনুযায়ী পরবর্তী যে করণীয় সেটা বাস্তবায়ন হবে। তবে কী কারণে হঠাৎ করেই ক্লোজড করা হলো তা জানা যায়নি। 

Read Entire Article