বগুড়ার গাবতলীতে জমির ধান ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে লাঠির আঘাতে সজল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সজল তেলিহাটা দক্ষিণপাড়ার মিহির খোকার ছেলে। এ ঘটনায় আরও দুজন আহত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তেলিহাটা গ্রামে সজলের সঙ্গে সিরাজ ও তার ছেলে জনির জমির ধান ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব বাধে। এ সময় দুই পক্ষের মারামারি শুরু হলে লাঠির আঘাতে সজল ঘটনাস্থলে নিহত হন। এছাড়া ধারালো অস্ত্রের আঘাতে সোহেল ও রুবেল আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
বিষয়টি নিশ্চিত করে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ধান ভাগাভাগি নিয়ে মারামারিতে একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে ওয়া হবে।
এফএ/জিকেএস