বগুড়ায় নবান্ন উৎসব উদযাপিত
নবান্ন উৎসবকে ঘিরে বগুড়ার বাজারে উঠেছে নতুন আলু। দাম নাগালের বাইরে হলেও উৎসবের আমেজে কম-বেশি সবাই কিনছেন। এ ছাড়া নতুন পিঁয়াজ, নতুন ধান ও নতুন সব ফসল নিয়ে পালন করা হয় নবান্ন উৎসব। পয়লা অগ্রহায়ণ মানেই বাঙালি বাড়িতে উৎসবের আমেজ। এ উপলক্ষে জামাইসহ আত্মীয়স্বজনদের আপ্যায়ন করা হয়। খাদ্যতালিকায় মাছসহ নতুন আলু থাকে। এ কারণেই বাজারে নতুন আলুর চাহিদা বেড়ে যায়। এ ছাড়া নতুন পাতা পিঁয়াজ, সব ধরনের নতুন সবজি ও নতুন ধানের পিঠা পায়েস থাকে এই আয়োজনে। নতুন ধান থেকে পাওয়া চালে হয় নবান্ন উৎসব। গতকাল বগুড়ার রাজাবাজার, ফতেহ আলী বাজারসহ অন্যান্য বাজার ঘুরে দেখা যায়, নবান্ন উৎসবকে ঘিরে নতুন পাগড়ি আলু বিক্রি হচ্ছে