বগুড়ায় নিখোঁজ ছাত্রদল নেতা জয়পুরহাটে উদ্ধার

1 month ago 8

বগুড়ায় পরিবারের ওপর অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা কারিমুল হাসানকে (১৮) জয়পুরহাট থেকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

রোববার (৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান।

এর আগে শনিবার (৫ জুলাই) ভোরে জয়পুরহাট সদর উপজেলার শ্যামপুর পুরানাপৈল এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

কারিমুল হাসান বগুড়ার শাজাহানপুর উপজেলার বয়রাদিঘী গ্রামের বাসিন্দা। তিনি সাইক পলিটেকনিক ইনস্টিটিউট বগুড়া শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, গত ৩ জুলাই কারিমুল নিখোঁজ হন। পরদিন তার বাবা বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিখোঁজ হওয়ার পর থেকেই সদর থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখা সমন্বিতভাবে ছায়া তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় কারিমুলের অবস্থান শনাক্ত করে ডিবির একটি দল। পরে এসআই মো. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে জয়পুরহাট সদর উপজেলার শ্যামপুর পুরানাপৈল এলাকা থেকে উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান কালবেলাকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কারিমুল জানিয়েছেন, তিনি পারিবারিক অভিমানে স্বেচ্ছায় বাসা ছেড়ে চলে যান। তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Read Entire Article