বগুড়ায় স্কুলছাত্র নিখোঁজ

বগুড়ায় সীমান্ত ইসলাম নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যুতের মিটার রিচার্জ করতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। সীমান্ত বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের শ্যামবাড়িয়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। সে স্থানীয় ঘুনিয়াতলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। এ ব্যাপারে বগুড়া সদর থানায় অভিযোগ করেছে পরিবার। নিখোঁজ শিক্ষার্থীর মা সুমনা আক্তার বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সীমান্ত পাশের কালশিমাটি গ্রামের শাহাদুলের স্ত্রীর কাছ থেকে ৪০০ টাকা নিয়ে বিদ্যুতের মিটার রিচার্জ করতে বাড়ি থেকে বের হয়। পরে রিচার্জ করতে গিয়ে পকেটে থাকা টাকা না পেয়ে ভয়ে সে আর বাড়ি ফিরে আসেনি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সীমান্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সবস্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তবে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। তিনি আরও বলেন, বগুড়া সদর থানায় শুক্রবার রাতে একটি অভিযোগ করা হয়েছে। নিখোঁজ সীমান্ত ইসলামের-উচ্চতা সাড়ে ৪ ফুট, গায়ের রং ফর্সা, চুল কালো ও ছোট, শারীরিক গঠন হালকা-পাতলা এবং মুখমণ্ডল  গোলাকার। নিখোঁজের সময় তার পরনে ছিল নেভি ব্লু র

বগুড়ায় স্কুলছাত্র নিখোঁজ
বগুড়ায় সীমান্ত ইসলাম নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যুতের মিটার রিচার্জ করতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। সীমান্ত বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের শ্যামবাড়িয়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। সে স্থানীয় ঘুনিয়াতলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। এ ব্যাপারে বগুড়া সদর থানায় অভিযোগ করেছে পরিবার। নিখোঁজ শিক্ষার্থীর মা সুমনা আক্তার বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সীমান্ত পাশের কালশিমাটি গ্রামের শাহাদুলের স্ত্রীর কাছ থেকে ৪০০ টাকা নিয়ে বিদ্যুতের মিটার রিচার্জ করতে বাড়ি থেকে বের হয়। পরে রিচার্জ করতে গিয়ে পকেটে থাকা টাকা না পেয়ে ভয়ে সে আর বাড়ি ফিরে আসেনি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সীমান্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সবস্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তবে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। তিনি আরও বলেন, বগুড়া সদর থানায় শুক্রবার রাতে একটি অভিযোগ করা হয়েছে। নিখোঁজ সীমান্ত ইসলামের-উচ্চতা সাড়ে ৪ ফুট, গায়ের রং ফর্সা, চুল কালো ও ছোট, শারীরিক গঠন হালকা-পাতলা এবং মুখমণ্ডল  গোলাকার। নিখোঁজের সময় তার পরনে ছিল নেভি ব্লু রঙের ট্রাউজার, ছাই রঙের হাফহাতা গোলগলা গেঞ্জি, পায়ে স্যান্ডেল এবং সঙ্গে একটি সবুজ রঙের বাইসাইকেল ছিল। বগুড়া সদর নারুলী ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর থেকে নিখোঁজ স্কুলছাত্র সীমান্তকে খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow