বগুড়ায় হাসপাতাল ভবন থেকে লাফিয়ে পড়ে যুবকের মৃত্যু

2 months ago 25

বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে মামুনুর রশিদ (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে চত্বরে এ ঘটনা ঘটে।

মামুনুর রশিদ বগুড়া সদরের তেলীহারা গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি নোয়াখালীতে কর্মরত ছিলেন। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) এসএম মঈনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, নোয়াখালীতে কর্মরত থাকা অবস্থায় তিনি নিখোঁজ হন। এ ঘটনা পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়।

সকালে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয়, এক ব্যক্তি ১৬ তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। মামুনুর রশিদ সোমবার বিকেলে বগুড়া শহরতলীর মাটিডালী মোড়ে হোটেল মাহাথিরে একটি কক্ষ ভাড়া নেন। রাত ১০টার দিকে তিনি বের হয়ে যান। রাত ১২টার দিকে হোটেলে ফিরে আসেন। ভোর ৪টার দিকে তিনি আবারও হোটেল থেকে বের হন।

হাসপাতালের কর্মীদের বরাত দিয়ে ওসি জানান, সোমবার রাত ১০টার পর ওই ব্যক্তি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ তলা ভবন থেকে রেলিং ধরে নিচে লাফিয়ে পড়ার চেষ্টা করেন। উপস্থিত লোকজন তাকে সেখান থেকে বের করে দেন। ভোরে তিনি আবারও হাসপাতালের ১৬ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। হাসপাতালের সিসি ফুটেজ দেখে পুলিশ লাফিয়ে পড়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন।

ওসি বলেন, ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রাথমিক ভাবে জানা গেছে, স্ত্রীর সঙ্গে মামুনুর রশিদের কলহ চলছিল। এর জের ধরে তিনি আত্মহত্যা করতে পারেন।

আরএইচ/এমএস

Read Entire Article