রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় গুলি করে আনোয়ার হোসেন (৪৩) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় ব্যবসায়ীর ওপর হামলা চলাকালে স্বামীকে বাঁচাতে স্ত্রীর গেট খোলার আকুতি শুনেও বাড়ির মালিক ও দারোয়ান কেউ সাড়া না দেওয়ার অভিযোগ করেছেন আহত ব্যবসায়ীর স্ত্রী। একই সঙ্গে অনুরোধ করার পরও গেট খোলা হয়নি বলে অভিযোগ তার।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) নিজের বাসার সামনে গণমাধ্যমের কাছে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।
ব্যবসায়ীর স্ত্রী বলেন, আমার স্বামী এখানে চলে আসার ১ মিনিটও হয়নি গুলির শব্দ শোনা যাচ্ছে। আমার স্বামী বলছে, গেট খোলো, গেট খোলো। পরে আমি গুলির শব্দ শুনে দৌড়ে আসছি। আমি চিৎকার করছি ভাই আপনারা গেট খোলেন, গেট খোলেন। দারোয়ান কই? সে (স্বামী) এখানে দাঁড়িয়ে আমাকে বলছে গেটটা খোলো না কেন? আমি বলছি আমার কাছে তো এরা চাবি দেয় নাই। আমি এ জায়গায় দারোয়ানের পা দেখতে পাচ্ছি। পরে আমি জানালা খুলে দেখি এরা সব (দারোয়ান) ভেতরে বসে আছে। আমি দরজা খুলে দারোয়ানকে টেনে বের করেছি। দারোয়ানকে বলছি, আমার জামাইকে মেরে ফেলছে আপনারা গেট খুলছেন না কেন? চাবি কই? দারোয়ান বলছে চাবি বাড়িওয়ালার কাছে। পরে আমি চাবির জন্য তিন তলায় বাড়িওয়ালার কাছে গেছি। দরজা পিটাইতে পিটাইতে... এদের কোনো সাড়া নাই। কেউ গেট খোলে না। পরে আবার নিচে আসছি। আবার উপরে গেছি।
তিনি বলেন, এগুলো করতে করতে আমার বাইরের লোক জামাইকে হাসপাতালে নিয়ে গেছে। আমার জামাই ওদের সঙ্গে ২০ মিনিট এখানে যুদ্ধ করেছে। পরে দেখি এখানে শুয়ে পড়ে আছে। গেটে তো তালা লাগানো। আমি ভেতর থেকে দেখছি। পরে বাইরের লোক আমার জামাইকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে এই ডাকাতরা (বাড়ির মালিক) গেট খুলেছে।
আরও পড়ুন
- বনশ্রীতে আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি থাকলে আইনের আওতায় আনা হবে
- বনশ্রীতে গুলি করে ব্যবসায়ীর কাছে থাকা ২০০ ভরি সোনা ডাকাতি
এর আগে রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লক ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে গুলি করে আনোয়ার হোসেন (৪৩) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর থেকে ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
পরে স্থানীয়রা রাত ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।
সে সময় রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনার সময় পাশের ভবন থেকে ছিনতাই ও গুলির দৃশ্য মোবাইলে ভিডিও করেন বাসিন্দারা। রাতেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
ভিডিওতে দেখা গেছে, তিনজন মোটরসাইকেল থেকে নেমে ব্যবসায়ী আনোয়ারের কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। তিনি ব্যাগ ছাড়ছেন না। ধস্তাধস্তির এক পর্যায়ে একজন তাকে গুলি করেন। পরে ব্যাগ ছিনিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় তারা।
গুলিবিদ্ধ আনোয়ারের স্বজনরা জানান, আনোয়ারের ব্যাগে ২০০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ এক লাখ টাকা ছিল। তাদের ধারণা, দোকান থেকেই তাকে অনুসরণ করেছিল দুর্বৃত্তরা। এরপর বাসার সামনে পৌঁছামাত্র স্বর্ণ ও টাকা ছিনিয়ে নিয়ে যায়।
কেআর/এমএইচআর/এমএস