বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি

3 hours ago 3

দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

লঘুচাপের বিষয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক জাগো নিউজকে বলেন, এই লঘুচাপের ফলে আগামী ২৮ নভেম্বর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণাঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া এর আগে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

পূর্বাভাসে বলা হয়েছে, রোববার শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এসময় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এবং অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আরএএস/এমআইএইচএস/জেআইএম

Read Entire Article