বছর না পেরোতেই ফের ঝুঁকিতে মুহুরী নদীর বাঁধ

3 months ago 8

ফেনীর ফুলগাজী উপজেলার দৌলতপুর একরাম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মুহুরী নদীর পূর্বপাড়ে মাটি ও জিওব্যাগ সরে যাওয়ায় বেড়িবাঁধে ঝুঁকি দেখা দিয়েছে। গত বছরের ৩০ জুন এ সংস্কার কাজ সম্পন্ন হয়েছিল। সংস্কারের পর এত অল্প সময়ে ফের ঝুঁকি তৈরি হওয়ায় স্থানীয়দের মাঝে শঙ্কা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, দৌলতপুরে নদীর পূর্ব পাড়ে বাঁধের মাটি ও জিওব্যাগ সরে নদীতে পড়েছে। গত বছরের শুরুতে নদীর পশ্চিম পাড়ে মেশিন বসিয়ে মাটিকাটা ও বালু উত্তোলন করেন ভূমিদস্যুরা। এতে বাঁধের ক্ষতি ও নদীর গতিপথ কিছুটা পরিবর্তন হয়।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে ওই স্থানে জিওব্যাগ ও মাটি ফেলে বেড়িবাঁধ নির্মাণ করে পাউবো। তবে বছর না যেতেই মাটি ও জিওব্যাগ সরে গেছে।

বছর না পেরোতেই ফের ঝুঁকিতে মুহুরী নদীর বাঁধ

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (পুর) মো. ফাহাদ্দিস হোসাইন জানান, ২০২৩-২৪ অর্থবছরে ১৭ লাখ টাকা বরাদ্দের ৬০ মিটার দৈর্ঘ্যের দৌলতপুরের এ কাজটির দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কাসেম ট্রেডার্স। প্রতিষ্ঠানটি বাঁধ সংস্কারসহ বেশ কিছু কাজ করেছে। তবে শর্তানুযায়ী বাঁধ নির্মাণে সমস্যা থাকলে চূড়ান্ত বিল পরিশোধ করা হবে না।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কাসেম ট্রেডার্সের স্বত্বাধিকারী আবুল কাসেম বলেন, বিষয়টি অবগত আছি। সাম্প্রতিক সময়ে কিছু ব্যাগ নিচে নেমে গেছে। এটি ঠিক করা হবে। এছাড়া বাঁধে কোনো সমস্যা নেই বলে দাবি করেন তিনি।

প্রসঙ্গত, মুহুরী নদীর দৌলতপুর, ঘনিয়ামোড়া, জয়পুর অংশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ। গতবছরে একাধিক স্থানে জগতপুরের অংশে ভাঙনের কারণে পুরো উপজেলা প্লাবিত হয়।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/জিকেএস

Read Entire Article