সৌদি আরবের মালিকানাধীন সার সরবরাহ কোম্পানি মা’আদেন (Ma'aden) বাংলাদেশকে সাশ্রয়ী দামে বছরে চার লাখ টন ডিএপি সার সরবরাহ করবে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মা’আদেনের সঙ্গে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) এ সংক্রান্ত চুক্তি গত ১৫ ডিসেম্বর সৌদি আরবের রিয়াদে কোম্পানিটির প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়েছে।
সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিটির প্রতিনিধি ও বিএডিসির চেয়ারম্যান রুহুল আমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান এ সময় উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী কোম্পানিটি বিএডিসির অনুকূলে বছরে চার লাখ টন ডিএপি সার সরবরাহ করবে।
চুক্তির মেয়াদকাল দুই বছর (৩১ ডিসেম্বর ২০২৪ থেকে ১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।) পাশাপাশি এ সময় কোম্পানিটি সারের কার্যকর ব্যবহারে বাংলাদেশের কৃষকদের সরাসরি প্রশিক্ষণ প্রদান ও দেশে তাদের অর্থায়নে একটি গুদাম তৈরি করে দেওয়ার আগ্রহের কথা জানান।
সৌদি আরব থেকে পূর্বে আন্তর্জাতিক দরের চেয়ে চার ডলার কমে আমদানির চুক্তি ছিল, বর্তমান চুক্তিতে এ মূল্য টন প্রতি ছয় ডলার কম। এতে ডিএপি সার আমদানিতে মোট ২৮ কোটি ৮০ লাখ টাকা সাশ্রয় হবে।
এনএইচ/ইএ/এএসএম