বজ্রপাতে মাঝ বরাবর ফেড়ে গেলো মেহগনি গাছ

3 months ago 47

বজ্রপাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাসের একটি মেহগনি গাছ মাঝখান থেকে ফেড়ে দ্বিখণ্ডিত হয়ে গেছে।

মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সামনের মেহগনি গাছে বজ্রপাত হলে এ ঘটনা ঘটে। তবে এসময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে কলেজ কর্তৃপক্ষ।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল আউয়াল মিয়া বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় কেউ হতাহত হননি। শুধু গাছটিই ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় না নেওয়াই ভালো। এছাড়া দ্বিখণ্ডিত গাছটি দ্রুত অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শী কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তৌফিক ইমাম বলেন, হালকা বৃষ্টির সময় প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। আমাদের চোখের সামনেই মেহগনি গাছটি বজ্রপাতে দ্বিখণ্ডিত হয়ে যায়। এসময় আমরা সবাই নিরাপদ স্থানে চলে যাই।

আলমগীর হোসাইন নাবিল/এসআর/এএসএম

Read Entire Article