বড্ড ছোট বয়সে মা হয়েছি: শ্রাবন্তী 

2 hours ago 2
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তিনি তার অভিনয় এবং ব্যক্তিজীবন নিয়ে বরবারই সরব থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আসছে পূজায় এবার মুক্তি পেতে চলেছে তার অভিনীত সিনেমা দেবী চৌধুরানী। দীর্ঘ ১০ বছর পর পূজায় মুক্তি পেতে চলেছে শ্রাবন্তী অভিনীত কোনো সিনেমা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সিনেমা এবং নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ খোলামেলাভাবেই কথা বললেন এ সুন্দরী।   ভারতীয় গণমাধ্যমের সেই সাক্ষাৎকারে ১০ বছর আবারও পূজায় সিনেমা মুক্তির বিষয়ে অভিনেত্রী বলেন, প্রায় ১০ বছর আমার নতুন ছবি মুক্তি পেতে চলেছে দুর্গাপূজায়। এর আগে ২০১৫ সালের পুজোয় মুক্তি পেয়েছিল ‘শুধু তোমারই জন্য’। সেই ছবিও অনেক ভালোবাসা পেয়েছিল দর্শকের। তার আসন্ন সিনেমা দেবী চৌধুরাণী নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, কম-বেশি সবার মধ্যে আছে ‘দেবী চৌধুরাণী’র গুণ। পরিস্থিতিতে পড়লে যে কেউ এই রূপ নিতে পারে। জন্মানোর পরই কি আমরা লড়াই শিখে যাই? পরিস্থিতি আমাদের শেখায়। আশা করি এই সিনেমাটি সবার ভালো লাগবে।  এরপর তাকে প্রশ্ন করা হয়, মানুষ আপনাকে নিয়ে নানা রকম কথা বলে, ছোট বয়সে মা হয়েছেন, এ নিয়ে কোনো আক্ষেপ আছে আপনার? এ বিষয়ে শ্রাবন্তী বলেন, না, এখন আর গায়ে মাখি না। আর আমার মনে হয়, ছোট বয়সে মা হওয়ার অনেক সুবিধা রয়েছে। যেমন ঝিনুক হওয়ার পাঁচ বছর পরে আবার আমি কাজে ফিরি। তখন আমার মাত্র ২১ বছর বয়স। তবে এটা সত্যি, ১৬ বছরটা মা হওয়ার জন্য খুবই কম বয়স। ওটা বাড়াবাড়ি। তিনি আরও বলেন, এখন কাজ নিয়ে আমি আমার ছেলের সঙ্গে আলোচনা করি। ‘দেবী চৌধুরাণী’র চিত্রনাট্য যখন এসেছিল, সবার প্রথমে ওকে আমি শুনিয়েছিলাম। বাংলা ছবি এই ভাবে তৈরি হয় কী ভাবে, দেখেশুনে বেশ অবাকই হয়েছিল। আসলে আমরা মা-ছেলের থেকে বেশি বন্ধু। মাত্র তো ১৬ বছরের পার্থক্য। উল্লেখ্য, শ্রাবন্তী ও রাজীবের প্রেমের সম্পর্কের সূচনা থেকেই টালিউডে পথচলা শুরু। ২০০৩ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে জন্ম নেয় একমাত্র পুত্র ঝিনুক। তবে সময়ের সঙ্গে সম্পর্কের টানাপড়েন বাড়তে থাকে, যা শেষমেশ ২০১৬ সালে আইনি বিচ্ছেদে রূপ নেয়। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত একাধিক ব্যবসাসফল ছবিতে একসঙ্গে কাজ করেন রাজীব ও শ্রাবন্তী—যার মধ্যে রয়েছে ‘দুজনে’, ‘অমানুষ’, ‘ইডিয়ট’, ‘বিন্দাস’ প্রভৃতি।
Read Entire Article