গাজা সিটিতে বড় ধরনের আক্রমণ শুরু করল ইসরায়েল

14 hours ago 2
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ গাজা সিটি এলাকায় বড় ধরনের আক্রমণ শুরুর বিষয়টি নিশ্চিত করেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দ্য টাইমস অব ইসরায়েল এক কর্মকর্তার বরাতে বিষয়টি জানায়।  আইডিএফ জানিয়েছে, তারা গাজা সিটিতে হামাসের অবকাঠামো পুরোপুরি ধ্বংস করতে শুরু করেছে। এই অঞ্চলে এটি এ যাবৎকালে অন্যতম বড় ধরনের আক্রমণ। আইডিএফের আরবি ভাষার মুখপাত্র কর্নেল আভিচায় আদ্রাই এক্স-এর একটি পোস্টে বলেছেন, গাজা সিটিকে একটি বিপজ্জনক যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয়। এই এলাকায় অবস্থান করলে আপনি ঝুঁকির মধ্যে পড়তে পারেন।  বেসামরিক লোকদের অবিলম্বে এলাকা থেকে সরিয়ে নেওয়ার এবং উপত্যকার দক্ষিণে ইসরায়েলি-নির্ধারিত মানবিক অঞ্চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদ্রাই বলেছেন, এখন পর্যন্ত শহরের আনুমানিক ১০ লাখের বাসিন্দার ৪০% এরও বেশি তাদের নিরাপত্তা এবং তাদের প্রিয়জনদের নিরাপত্তার জন্য শহর ছেড়ে চলে গেছে। গত রাতের আইডিএফের অনুমান অনুসারে, এখন পর্যন্ত ৩,৫০,০০০ এরও বেশি ফিলিস্তিনি গাজা সিটি ছেড়ে চলে গেছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস নেতারা যেখানেই থাকুক না কেন, তিনি সেখানে হামলার সম্ভবনা উড়িয়ে দিচ্ছে না। গত সপ্তাহে কাতারে হামলার পর আরব ও ইসলামিক রাষ্ট্রগুলো যখন করণীয় নির্ধারণে বৈঠকে বসেছে তখন নেতানিয়াহু এই হুমকি দিলেন।  
Read Entire Article