বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন দপ্তরে তিন বছরের অধিক সময় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদায়নের বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (পার্সোনেল-৩) পলাশ কুমার সাহার সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
- আরও পড়ুন
একই কর্মস্থলে ৩ বছরের বেশি থাকা ভূমির কর্মচারীদের বদলির নির্দেশ
শিক্ষকদের জ্যেষ্ঠতার দ্বন্দ্বে উইলস লিটল ফ্লাওয়ারে ‘অচলাবস্থা’
ওই চিঠিতে আগামী সাত কর্মদিবসের মধ্যে বাস্তবায়ন প্রতিবেদন দপ্তরে পাঠাতে অনুরোধ করা হয়েছে। এছাড়া যেসব কর্মচারী বিশেষায়িত ও অপারেশন কাজের সঙ্গে অপরিহার্যভাবে জড়িত, তাদের ক্ষেত্রে এ বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
যথাযথ কর্তৃপক্ষের সদয় অনুমোদনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও চিঠিতে জানানো হয়।
এনএস/কেএসআর/জেআইএম