স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন কর্মকর্তার পরিচয়ে প্রতারণার অভিযোগ এসেছে। এসব কর্মকর্তার নামে মিথ্যা পরিচয় দিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আওতাধীন কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ এবং বদলির কথা বলে অর্থ দাবি করছে প্রতারক চক্র। এ বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করেছে মন্ত্রণালয়।
মঙ্গলবার (২০ আগস্ট) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
এতে বলা হয়, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে গত ১৯ আগস্ট অধ্যাদেশ জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করে সব সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র এবং জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে প্রজ্ঞাপন জারির মাধ্যমে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানদের স্ব স্ব পদ থেকে অপসারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন কর্মকর্তার মিথ্যা পরিচয় দিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আওতাধীন কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ এবং বদলির কথা বলে কিছু প্রতারক চক্র অর্থ দাবি করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। যা মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা।
এ অবস্থায় এই বিভাগের আওতাধীন সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের এমন প্রতারণায় বিভ্রান্ত হয়ে কোনো ধরনের আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত না হতে সতর্ক করা হলো।
আইএইচআর/কেএসআর/এএসএম