বদলে গেল মাহমুদউল্লাহ রিয়াদ-নাঈম শেখদের দল

3 weeks ago 10

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ সামনে রেখে অংশগ্রহণকারী দলগুলো নীরব থাকলেও বেশ সক্রিয় ভূমিকায় দলবদলের মাঠে নেমেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। লিগের শিরোপা নিজেদের করে নেওয়ার লক্ষ্যে শক্তিশালী দল গঠন করতে যাচ্ছে তারা। একের পর এক তারকা ক্রিকেটারদের নিজেদের করে নিচ্ছে রূপগঞ্জ। মাঠের খেলায় চমক দেখানোই যেন তাদের মূল লক্ষ্য। 

জানা গেছে, আসন্ন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে রূপগঞ্জের মালিক লুৎফর রহমান বাদল বড় বাজেট নিয়ে মাঠে নেমেছেন। তবে বিপরীত চিত্র ঐতিহ্যবাহী আবাহনী ক্লাবে। অর্থ সংকটে দলটির অনেক তারকা ক্রিকেটারই নাম লেখাচ্ছে ভিন্ন ভিন্ন দলে। আবাহনীর ঘরের ছেলে হিসেবে পরিচিত মোসাদ্দেক হোসেন সৈকতের নতুন ঠিকানা রূপগঞ্জ। একই দলে নাম লেখিয়েছেন নাঈম শেখ, রাকিবুল হাসানরাও। 

দল গোছানোর কাজে সক্রিয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবও। লিজেন্ডস অব রূপগঞ্জের উইকেটরক্ষক-ব্যাটার আকবার আলীকে নিজেদের করে নিয়েছে তারা। দেশের তারকা ক্রিকেটার, মোহামেডান স্পোর্টিং ক্লাবের মাহমুদউল্লাহ রিয়াদকেও দলে ভিড়িয়েছে প্রাইম ব্যাংক। 

মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান জানান, অভিজ্ঞদের পরিবর্তে এবার তরুণদের নিয়ে দল গড়ে দেখতে চান তারা। ধানমন্ডি স্পোর্টস ক্লাবের লক্ষ্য পুরোনোদের ধরে রাখা। এখনো দল গোছানোর কাজে হাত দিতে পারেনি গাজী গ্রুপ ক্রিকেটার্স। 

Read Entire Article