ময়মনসিংহে নাবিল গ্রুপের ব্যবসায়ী-পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত
‘একসাথে এগিয়ে সাফল্যের শিখরে’ স্লোগান নিয়ে নাবিল গ্রুপের সব ব্র্যান্ডের পণ্যের ব্যবসায়ী ও পরিবেশকদের সঙ্গে মতবিনিময় সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) ময়মনসিংহ সদরের একটি বেসরকারি সংস্থার মিলনায়তনে এ মতবিনিময় সভা হয়।
২০০৬ সালে যাত্রা শুরু করে নাবিল গ্রুপ দুই দশকের পথচলায় খাদ্যপণ্য, পোলট্রি, দুগ্ধ উৎপাদনসহ কৃষিপণ্য ও পরিবহন সেবায় শীর্ষস্থানীয় অবস্থান তৈরি করেছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন নাবিল গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি ব্যবসায়ীদের নানা সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন এবং খাদ্য ও কৃষিপণ্যের গুণগতমান ঠিক রেখে উৎপাদন বৃদ্ধির আহ্বান জানান। কৃষিনির্ভর বাংলাদেশকে আরও সমৃদ্ধ করতে গ্রুপের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবিল ফিড মিলের চেয়ারম্যান ইসরাত জাহান।
সভায় বক্তব্য রাখেন নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের হেড অব মার্কেটিং মো. আখতারুজ্জামান, নাবিল ফিডের হেড অব বিজনেস ডা. সানোয়ার হোসেন, নাবা ক্রপ কেয়ার লিমিটেডের হেড অব সেলস আব্দুল মালেক, নাবিল ট্রেডিংয়ের করপোরেট হেড শরিফুল ইসলাম, নাবিল কঞ্জিউমার ফুড লিমিটেডের ডিরেক্টর সুভাস চন্দ্র সরকার, নাবিল নাবা ফুড লিমিটেডের এজিএম শহিদুল ইসলাম প্রমুখ।
তারা বলেন, মানসম্মত কৃষিপণ্য, ফিড ও খাদ্যপণ্য উৎপাদনে নাবিল গ্রুপ এখন দেশের একটি আস্থার নাম।
এ সময় গ্রুপের সঙ্গে যুক্ত ব্যবসায়ী ও পরিবেশকেরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে নাবিল গ্রুপের সাফল্যে অংশীদার হতে পারার আনন্দ প্রকাশ করেন।
বর্তমানে নাবিল গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ২৪ হাজার কর্মকর্তা ও শ্রমিক কর্মরত আছেন। খাদ্য ও কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি এবং গুণগতমান বজায় রেখে দেশকে স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।