রাজধানীর বনশ্রী আফতাবনগর প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি হয়েছেন মো. মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিত ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর দক্ষিণ বনশ্রী আমাজন রেস্টুরেন্টে সন্ধ্যা ৭টায় ১৩ সদস্যবিশিষ্ট ২ বছর মেয়াদি এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
জহুরুল ইসলামের পরিচালনায় এক জরুরি সভায় সবার সম্মতিক্রমে কণ্ঠভোটের মাধ্যমে সভাপতি হিসেবে মো. মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিত ও সাধারণ সম্পাদক হিসেবে জহুরুল ইসলামকে মনোনীত করা হয়।
পরবর্তীতে একই মাধ্যমে সিনিয়র সহসভাপতি মো. আবুল হাসিম, সহসভাপতি মো. মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান খান, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম রাসেল, দপ্তর সম্পাদক রাসেল মাহমুদ, কোষাধ্যক্ষ মো. কবির হোসেন, প্রচার সম্পাদক এসএম ওয়ালিদুজ্জামান শুভ, মহিলা বিষয়ক সম্পাদিকা সোনিয়া হক, এক নম্বর সদস্য মাহমুদুল আলম খান, দুই নাম্বার সদস্য রাকিব হোসেনকে মনোনীত করা হয়।
এর আগে নবনির্বাচিত সভাপতি মো. মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইকবাল খান জাহিদ।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মনিরুজ্জামান। এ সময় বনশ্রী আফতাবনগরের বাসিন্দাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সব নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান সদস্যরা।