বনশ্রীতে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার

3 months ago 11

রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসায় ১২ বছরের এক গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই বাসার গৃহকর্তা মাসুদ রানাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১১ মে) দুপুরে ওই গৃহকর্মীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করা হয়েছে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বলেন, দক্ষিণ বনশ্রীর এল ব্লকের ১৪ নম্বর সড়কের একটি বাসায় ওই গৃহকর্মী ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় ওই বাসার গৃহকর্তা মাসুদকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, চলতি মাসে মাসুদ নামে ওই ব‍্যক্তির বাসায় কাজ করতে যায় ওই কিশোরী। গত ২ মে রাতে তাকে ধর্ষণ করে মাসুদ। বিষয়টি পরিবারকে জানালে গতকাল রাতে মামলা করেন শিশুটির বাবা।

শিশুটির বাবা মামলায় উল্লেখ করেন, আমি পেশায় একজন রিকশাচালক। মাসুদ রানা আমার শ্বশুরবাড়ির আত্মীয়। সে হিসেবে তারা বাসায় মেয়েকে কাজে দেই। একদিন ফোনে আমার মেয়ে সেখানে কাজ করবে না বলে জানায়। পরে তাকে বাসায় নিয়ে আসি।

তিনি বলেন, বাসায় আসার পর সে খাওয়া-দাওয়া করতো না ঠিকমতো। তার পেটে ব্যথা বলে জানায়। পাশের এক প্রতিবেশীর কাছে সে জানায় ওই বাসার মাসুদ রানা তার সঙ্গে খারাপ কাজ করেছে।

কাজী আল-আমিন/বিএ/জিকেএস

Read Entire Article