রাজধানীর বনানীতে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী জামাল হোসেন (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৪ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। আহত ব্যক্তি বক্ষব্যাধি হাসপাতালে চতুর্থ শ্রেণির সাবেক সেক্রেটারি তিনি।
গত শুক্রবার (১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বনানী থানাধীন বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির অফিস ক্লাবের সামনে জামাল হোসেনকে গুলি করে দুর্বৃত্তরা।
জামালের ভাই সজল জানান, কর্মচারী সমিতির অফিসের সামনে জামাল হোসেনকে অজ্ঞাত দুজন মুখোশধারী মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক হোসেন জানান, বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির অফিস ক্লাবে সামনে গুলিবিদ্ধ হয়ে আহত জামাল নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল-আমিন/জেএইচ/এমএস