রাজধানীর বনানীর সেলসিয়াস সিসা লাউঞ্জে অভিযান চালিয়েছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে এ অভিযান চালানো হয়। এসময় লাউন্স থেকে তিনজনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন, মো. আবির, মাইনুল ইসলাম ও জয় কস্তা।
অভিযান ও গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের(ডিএমপি) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রাসেল সারোয়ার। তিনি বলেন, ‘অভিযানে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’
থানা সূত্রে জানা গেছে, শিশা লাউন্স থেকে ৬টি করে প্লাস্টিকের পাইপ যুক্ত কাচের স্ট্যান্ড ও মাটির কলকিসহ ৬০ গ্রাম বিভিন্ন ফ্লেভারের সিসা জব্দ করা হয়েছে। আটকদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।