বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

2 months ago 44

বগুড়ায় বন্ধুর ছুরিকাঘাতে অপর এক বন্ধু খুন হয়েছেন। শুক্রবার (১৩ জুন) বিকেল ৫টার দিকে শহরের কাটনারপাড়া ঈদগাহ মাঠ এলাকায় খুনের ঘটনা ঘটে।

নিহতের নাম বিদ্যুৎ শেখ (৩০)। তিনি শহরের বৃন্দাবনপাড়ার দুলাল শেখের ছেলে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশের এই কর্মকর্তা জানান, বিদ্যুৎ কাটনারপাড়া এলাকায় একটি অটোরিকশা গ্যারেজ পরিচালনা করতেন। তার ঘনিষ্ঠ বন্ধু রনির সাথে দ্বন্দ্ব চলে আসছিল বেশ কিছুদিন ধরে।

শুক্রবার বিকেলে কাটনারপাড়া ঈদগাহ মাঠের পাশে রিকশা গ্যারেজের পেছনে বিদ্যুৎকে উপুর্যপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় রনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছে। নিহতের লাশ পুলিশ উদ্ধার করে মর্গে রেখেছে।

Read Entire Article