বন্ধুর বাড়ি থেকে ফেরা হলো না সিয়ামের

1 day ago 12

কুমিল্লার চৌদগ্রামে বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় সিয়াম (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। 

ঈদের দিন সোমবার (৩১ মার্চ) রাত সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের লালবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সিয়াম সাহা মুরাদনগর পাহাড়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। 

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিয়াম সাহা মোটরসাইকেলযোগে চৌদ্দগ্রামে তার এক বন্ধুর বাড়ি থেকে মুরাদনগরে ফিরছিল। পথে উপজেলার লালবাগ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে সিয়াম সাহা ঘটনাস্থলে নিহত হন। সঙ্গে থাকা অপর বন্ধু কোতয়ালী থানার কালির বাজার এলাকার ওমর ফারুকের ছেলে ওমর ইবনে প্রভাদ গুরুতর হন।

মিয়াবাজার হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দিন কালবেলাকে জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে নিহতের লাশ ফাঁড়ি থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হবে। দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে।

Read Entire Article