বন্ধুর হাতে ছাত্রদল নেতা খুন
সিলেটের কানাইঘাটে বন্ধুর হাতে মো. মুমিন সরকার নামে এক ছাত্রদল নেতা খুন হয়েছেন। সোমবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় কানাইঘাট পৌরশহরে এ ঘটনা ঘটে।
নিহত মো. মুমিন সরকার কানাইঘাট পৌরশহরের ধনপুর গ্রামের তাজ উদ্দিনের ছেলে। তিনি পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
জানা গেছে, নিহত ছাত্রদল নেতা মুমিন রাজনীতির পাশাপাশি একটি খাদ্যপণ্যের কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কানাইঘাটে কাজ করতেন। তার বন্ধু পৌরশহরের দুর্লভপুর গ্রামের মৃত জাফর মিয়ার ছেলে রাজু কানাইঘাট বাজারের মোবাইল ফোন ব্যবসায়ী। কিছুদিন আগে মুমিনের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় রাজুর। সোমবার বিকেলে পূর্বশত্রুতার জেরে আবারও বাকবিতণ্ডায় জড়ায় মুমিন ও রাজু।
এক পর্যায়ে চুল কাটার ক্ষুর দিয়ে মুমিনের পেটে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান রাজু। গুরুতর আহত মুমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলেট জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুবুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মাগরিবের নামাজের পরপরই কানাইঘাট থানার ওসি আমাকে জানিয়েছেন। তাৎক্ষণিক আমরা টিম পাঠিয়েছি ঘাতককে আটকের জন্য। আশা করছি শিগগির তাকে গ্রেপ্তার করতে সক্ষম হব। তদন্ত চলমান আছে।
তিনি বলেন, ঘাতককে গ্রেপ্তারের পর বিস্তারিত জানাতে পারব। মরদেহ এরই মধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।