ববির নতুন কোষাধ্যক্ষ ড. মামুন

2 weeks ago 21

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৌলিক বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. মামুন অর রশিদ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

গত ২৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত কর্নেল আবু হেনা মোস্তফা কামাল খানকে নিয়োগ দেওয়া হয়। ওই দিন রাতে বিশ্ববিদ্যালয়ে যোগদান করতে এসে শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন তিনি। এরপর তার নিয়োগের বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন শুরু করেন। তারা অবস্থান কর্মসূচি, মানববন্ধন ও সংবাদ সম্মেলনসহ ১২৭ শিক্ষকের স্বাক্ষরযুক্ত প্রতিবাদলিপি বিভিন্ন দপ্তরে পাঠান। সবশেষ সংবাদ সম্মেলন করে শিক্ষকরা দাবি মানতে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন।

কোষাধ্যক্ষ নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১৩ এর ১২(১) ধারা অনুযায়ী অধ্যাপক মামুন অর রশিদকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তিনি অবসর অব্যবহিত পূর্ব পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন।

বিধি অনুযায়ী, পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন; এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

Read Entire Article