বরগুনা জেনারেল হাসপাতালে লিফট বিকল, ৩০ মিনিট আটকা রোগীর স্বজনরা

3 weeks ago 12

বরগুনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চলন্ত একটি লিফট বিকল হয়ে তিনজন রোগীর স্বজন আটকে পড়েন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৩০ মিনিটের চেষ্টায় তাদের উদ্ধার করেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বরগুনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস বলছে, লিফটের সেন্সর জাতীয় ত্রুটির কারণে পাঁচ মাসের মাথায় একই ঘটনা ঘটলো।

লিফটে আটকে পড়া রোগীর স্বজনরা হলেন- মো. নুরুল ইসলাম লিটন (৫১), মো. কামরুল ইসলাম (৩৬) ও আশ্রাফুর রহমান তন্ময় (১৭)। তারা বরগুনার বিভিন্ন এলাকার বাসিন্দা।

হাসপাতাল ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বরগুনা জেনারেল হাসপাতালে দুটি লিফট চালু রয়েছে। বিভিন্ন ফ্লোরে রোগী ও স্বজনরা এ লিফটে ওঠানামা করেন। সপ্তম তলা থেকে একটি লিফটে আটকে পড়া তিনজন নিচ তলায় নামতে চাইলে ষষ্ঠ তলায় এসে বিকল হয়ে যায়।

বরগুনা জেনারেল হাসপাতালে লিফট বিকল, ৩০ মিনিট আটকা রোগীর স্বজনরা

এসময় লিফটের মধ্যে থাকা ওই তিনজন আটকা পড়েন। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আটকে পড়াদের উদ্ধার করেন। এছাড়া একই লিফট ৫ জুলাই ছিঁড়ে পড়ার ঘটনা ঘটেছিল। তখন ভেতরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

বরগুনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা মো. জাহাঙ্গীর আহমেদ বলেন, লিফটে আটকে পড়া তিনজনকে উদ্ধার করা হয়েছে। এর আগেও একবার ওই লিফটটি ছিঁড়ে পড়ার ঘটনা ঘটেছিল। ওই সময় আমরা গণপূর্ত এবং হাসপাতাল কর্তৃপক্ষকে লিফটির বিষয়ে সতর্ক করেছিলাম। লিফটির পুরো সিস্টেম পরিবর্তন করা গেলে হয়তো আর এ ধরনের ঘটনা ঘটবে না।

এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ.কে.এম নজমূল আহসান বলেন, লিফটে আটকে পড়া তিনজনকেই ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করেছেন। তারা সবাই সুস্থ আছেন। পুনরায় লিফটি ঠিক করার জন্য গণপূর্ত বিভাগকে বলেছি। যেহেতু লিফটের সম্পূর্ণ দায়িত্ব গণপূর্তের। এছাড়া বার বার কেন এ ঘটনা ঘটছে সে বিষয়ে জানতে গণপূর্তকে আমরা লিখিত চিঠি দেবো।

নুরুল আহাদ অনিক/জেডএইচ/জিকেএস

Read Entire Article