বরগুনায় আরও ৮৬ জনের ডেঙ্গু শনাক্ত

2 months ago 7

বরগুনায় ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলায় ৮৬ জন আক্রান্ত হয়েছেন। এতে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ২৯১ জনে। এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৭৩ জন, বেতাগীতে একজন, তালতলীতে দুজন এবং বামনা ও পাথরঘাটায় পাঁচজন করে আক্রান্ত হয়েছেন।

বরগুনায় আরও ৮৬ জনের ডেঙ্গু শনাক্ত

জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গুতে চিকিৎসাধীন রয়েছেন ২২৩ জন। এরমধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ১৭৪ জন, আমতলী উপজেলায় পাঁচজন, বেতাগীতে তিনজন, বামনায় ১২ জন, পাথরঘাটায় ১৬ জন ও তালতলীতে ১৪ জন চিকিৎসা নিচ্ছেন।

জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বরগুনা সদর উপজেলায়। যেখানে মোট দুই হাজার ৯৩৯ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া তালতলীতে ৪৬ জন, বামনায় ৯৪ জন, বেতাগীতে ৩৪ জন, আমতলীতে ৩৭ জন ও পাথরঘাটায় ১৪১ জন আক্রান্ত হয়েছেন।

বরগুনায় আরও ৮৬ জনের ডেঙ্গু শনাক্ত

মৃত্যুর তালিকায়ও বরগুনা সদর উপজেলা শীর্ষে। জেলায় ডেঙ্গুতে মারা যাওয়া ২৮ জনের মধ্যে ২৪ জনের বাড়ি সদর উপজেলায়। এছাড়া পাথরঘাটায় একজন এবং বেতাগীতে তিনজনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ জাগো নিউজকে বলেন, ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়ছে। কিছুতে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এমন পরিস্থিতি চলতে থাকলে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

নুরুল আহাদ অনিক/আরএইচ/এএসএম

Read Entire Article