বরগুনার পুলিশ সুপারের কার্যালয়ের গেটের সামনে থেকে সীমান্ত দাস (২৪) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, সীমান্ত বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামের বিজন দাসের ছেলে।
পুলিশ জানায়, সোমবার গভীর রাতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে একটি গাছে সীমান্তের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে ঘটনার আগে সীমান্তের অস্বাভাবিক আচরণের কথা জানিয়েছেন কাইউম নামের এক স্থানীয় যুবক। তিনি বলেন, গতকাল রাত ১২টার দিকে আমি বাইক নিয়ে ওই পথ দিয়ে যাচ্ছিলাম। তখন পুলিশ সুপারের কার্যালয়ের পাশে গোলচত্বর এলাকায় এক ছেলেকে চিৎকার করতে দেখি। কাছে গিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে অসিম অনেক মারছে, আপনি এসপি স্যারকে ফোন দেন।’ কিন্তু আমার অপরিচিত হওয়ায়, ভাবলাম মানসিকভাবে অসুস্থ হতে পারেন তিনি। পরে সকালে শুনি তার মরদেহ পাওয়া গেছে।
এ বিষয়ে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইউনুস আলী ফরাজী বলেন, সোমবার দিবাগত রাত ২টার পর আমরা মরদেহটি উদ্ধার করেছি। সীমান্ত একটি গাছে নাইলনের দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নুরুল আহাদ অনিক/এনএইচআর/এএসএম